মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেইজ)”এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামার,কুমার,নাপিত, বাঁশ-বেত পণ্য প্রস্তূতকারী, কাঁসা-পিতল সামগ্রী প্রস্তূতকারী ও মৎস্যজীবী প্রতিনিধিদের নিয়ে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রোকোনুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আলী হায়দার ভূঁইয়া, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সরকার নাসিমা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিকসহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেনন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় মাদারগঞ্জ।
পরে গ্যাসের মাধ্যমে প্রথম সেচপাম্প চালান তারতাপাড়ার রবিউলকে ৮ হাজার টাকা নগদ আর্থিক সহযোগিতা ও সড়কদূর্ঘটনায় আহত স্বপন কে নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
বাণিকুঞ্জ এলাকার ময়না বেগম ঘোষপাড়ার পার্থনা রানীকে ঔষধ প্রদান করেন।