মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি’ সুস্থতা কামনায় মাদারগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় পাটাদহ কয়ডা উচ্চ বিদ্যালয় মাঠে ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায়,
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ রতন,মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুস সবুর লাল চাকলাদার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ৫ নং জোড়খালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মজিবর রহমান, মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা ও ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি’ সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দরা।

