মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
শিক্ষকতা পেশা:মিলিত প্রচেষ্টার দীপ্তি এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, অবঃ শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় র্যালী শেষে দুপুরে উপজেলা পরিষদ খরকা হলরুমে অবঃ শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন। তারতাপাড়া স, প্রা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ও জোড়খালী স, প্রা, বিদ্যালয়ের প্রধান নুরুজ্জামান।
ইসিই প্রকল্প মাদারগঞ্জ সমন্বয়কারী আবু জ্জোহা । সঞ্চালনায় এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প। আয়োজনে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কারিগরী সহযোগীতায় সেভ দ্য চিলড্রেন।
পৃষ্ঠপোষকতায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অবঃ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবঃ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।