ঢাকাSunday , 10 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

দেশ চ্যানেল
August 10, 2025 10:23 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের নির্বিক কলম যোদ্ধা সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। উপস্থিত বক্তারা ওই সাহসী সাংবাদিককে নৃশংসভাবে হত্যার সাথে জরিত সনন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে,  নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন। তিনি বলেন, সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলেও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছে। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান মোহাম্মদ আলী জিন্নাহ ।

বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহসভাপতি আব্দুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক রফিকুল বারী, দেশ চ্যানেল মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক কালবেলার সাংবাদিক আকন্দ সোহাগ, অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুসা, সদস্য মাজহারুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম, ইউসুফ আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST