মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন কারি কোলামে জীবন ও জীবিকা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন, শরিরচর্চা শিক্ষক হেলাল উদ্দিন। পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম রচনা প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তি, ক্বিরাত ও ইসলামী সংগীত এবং কুইজ প্রতিযোগিতা হয় শিক্ষার্থীদের মাঝে। উপস্থিত শিক্ষকরা বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ১.শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভুমিকা।২.নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষাকের ভুমিকা ৩.মাদ্রাসা শিক্ষার গুরুত্ব।
৪.ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে শিক্ষকের ভুমিকা। ৫.শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে শিক্ষকের করণীয়। ৬.পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মান উন্নয়নে শিক্ষকের ভুমিকা। ৭.নীতি নৈতিকতার গুরুত্ব। ৮.পরিবেশ ও সমাজ গঠনে শিক্ষকের ভুমিকা। ৯.প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সুন্দর করতে শিক্ষকের ভুমিকা।
১০.শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে ক্লাসে উপস্থিতির গুরুত্ব। ১১.বিশেষ চাহিদা সমপন্ন শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষকের করণীয়।
১২.মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির গুরুত্ব। ১৩.ইসলামি শিক্ষার গুরুত্ব বেশি হওয়ার কারন।১৪.উন্নত সম্মৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকের ভুমিকা। ১৫.ধর্মীয় অনুশাসন বাস্তবায়নে শিক্ষকের ভুমিকা ১৬। ৭১ সালে স্বাধীনতা সংগ্রামে শিক্ষক ভুমিকা।
১৭. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য। ১৮.একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার আত্বকাহিনী।
১৯.একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ। ২০. ৭১ এর রণাঙ্গনে একদিন। ২১.বঙ্গবন্ধুর ছাত্রজীবন। ২২.উন্নয়নের মহা সড়কে শেখ হাসিনা। ২৩.আধুনিক জামালপুর এর রূপকার মির্জা আজম। ২৪.শ্রেণি কক্ষের পরিচ্ছন্নতায় শিক্ষকের করণীয়।
২৫.সহ শিক্ষা কার্যক্রমে শিক্ষকের ভুমিকা।
২৬.গাইড শিক্ষকের করণীয়।
২৭.শিক্ষার মান উন্নয়নে নারী শিক্ষকের প্রয়োজনীয়তা।২৮.শ্রেণি কক্ষে আসন বিন্যাসে শিক্ষকের করণীয়। ২৯.প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব ও কর্তব্য। এ সময় রচনা প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তি, ক্বিরাত ও ইসলামী সংগীত এবং কুইজ প্রতিযোগি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এবং বিষয় ভিত্তিকে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে পুরুস্কার দেওয়া হয়। এছাড়াও সকল শিক্ষক ও স্টাফদের হাতে শান্তনা পুরুস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ গোলাম রব্বানী৷ অত্যন্ত আনন্দ উৎসাহ ও মনোযোগের মাধ্যমে অনুষ্ঠান টি সফল ভাবে সম্পন্ন হয়। এ সময় উপাধাক্ষ আ.ন.ম. ইয়াহ ইয়া, সহকারী অধ্যাপক রোজিনা বেগম,আশরাফুন্নিছা,আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন,প্রভাষক আনিছুর রহমান,আবু সালেহ,আবুল কাশেম,শাহজাহান সিরাজ,মাসুদ রানা, জগলুল পাশা, মীর আব্দুল বাকী ও আব্দুল আলিম, সহকারী মৌলভী রাজিয়া সুলতানা ও আসালত,সহকারী শিক্ষক মাকছুরা বেগম ও তানজিনা আক্তার, কম্পিউটার শিক্ষক নাছিমা খাতুন, এবতেদায়ী প্রধান আব্দুল্লাহ,লাইব্রিয়ান তাহমিনা আক্তার সহ স্টাফবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ, স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেলান্দহ-মাদারগঞ্জ থেকে টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজম ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা’র উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।