মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার ওসি হাসান আল মামুন, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গ্রাম আদালত জেলা কো অর্ডিনেটর মাহফুজা রহমান, ফায়ার ফাইটার শাহ আলম, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি মনোয়ার রহমান প্রমূখ। এ সময় এসিল্যান্ড সায়েদা খানম লিজা, কৃষি অফিসার শাহাদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় জনসাধারণ কে সচেতনতামুলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।