মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে গ্রাম আদালত অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত সমন্বয় কমিটির সভাপতি নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ও গ্রাম আদালত সমন্বয় কমিটির সেক্রেটারি তৌফিকুল ইসলাম খালেক, জামালপুর জেলা কো অর্ডিনেটর মাহফুজা রহমান মিলি,উপজেলা কো- অর্ডিনেটর সাইদুল ইসলাম, ইউপি সচিব মিজানুর রহমান ও ইমরান আহমেদ, হিসাব সহকারীবৃন্দ।
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতামুলক প্রচার বাড়ানোর তাগিদ দেওয়া হয় এবং গ্রাম পর্যায়ে যেসব বিবাদ ঘটে এ গুলো গ্রাম আদালতে পাঠানোর আহবান জানানো হয়।