মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে স্যানেটারী বিক্রয়ের ব্যবসায়ী সফিকুল ইসলাম আকন(৩৮)কে হত্যার ঘটনায় তার স্ত্রী আমিনা খাতুন বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আর মামলার প্রেক্ষিতে পুলিশ নিহতের ছোট ভাই ঘাতক মাদকাসক্ত ছায়েম আকন(১৯)কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে এবং হত্যার অস্ত্র কাচি(সিজার) উদ্ধার করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে হত্যাকান্ডের পরে ঘাতক ছায়েমকে বাঁচাতে ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে নিরপরাধ মানুষদের জড়িয়ে মামলা দেয়ার চেষ্টাও চালানো হয়। কি্ন্তু নিহতের স্ত্রী প্রকৃত হত্যাকারীর বিচার দাবীকরে অনড় থাকে এবং পুলিশ প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জন্য ব্যাপক তদন্ত চালায়।
পুলিশ,নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ব্যবসায়ী সফিকুল ইসলাম আকন বৃহস্পতিবার বিকেলে রমজানপুর এলাকার হামেদখার হাটের পাশের রাস্তা দিয়ে শশুর বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে তার ছোট ভাই মাদকাসক্ত ছায়েম আকন তার গতিরোধ করে কিছু টাকা চায়। বড়ভাই সফিকুল আকন টাকা দিতে অস্বীকৃতি জানালে ছোটভাই ছায়েম তার সাথে থাকা কাচি(সিজার) দিয়ে মাথা সহ বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে। এসময় ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে এবং ঘাতক মাদকাসক্ত ছায়েম আকনকে আটক করে পুলিশে সোপার্দ করে। অন্যদিকে ছোট ভাইর উপূর্যপুরি আঘাতে বড় ভাই সফিকুল আকন ঘটনা স্থ’লেই মারা যায়। নিহত সফিকুল আকনের ইসমাইল নামের ৬বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী আমিনা খাতুন বলেন, সঠিক অপরাধীর বিচার হওয়া উচিত। আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা আছে। খুন করেছে আমার ছোট দেবর। তাকে বাচাতে, সেই জন্য অন্যায় ভাবে তাদের ফাসাতে পারব না। পরিবারের লোকজন চেষ্টা করেছিল অণ্যের ঘারে দোষ চাপাতে। আমি আমার স্বামীর খুনির বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, নিহতের স্ত্রী আমিনা খাতুন বাদি মামলা দায়ের করেছেন। আসামী ছায়েম আকনকে আজ জেলহাজতে প্রেরন করা হয়েছে।