মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
“সবারে করি আহবান-এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ এ স্লোগানকে সামনে রেখে
মাদারীপুরের ডাসারে সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের একাদশ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভ্যর্থনা, পরিচিতি পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ হলরুমে এ অনুষ্ঠান করা হয়।
এতে কলেজ অধ্যক্ষ ড.মোঃ শওকত আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান।
বিশেষ অতিথি ছিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।
এ সময় অধ্যক্ষ ড.মোঃ শওকত আলী মোল্লা বলেন, আমাদের কলেজের স্যারেরা ও ম্যাডামরা স্মার্ট রয়েছে। আপনারা জানেন স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা একটি স্মার্ট কলেজ ও স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা এখানে শিক্ষার্থীদের পড়াশোনা দেখভাল এর জন্য একটি মনিটরিং সেল গঠন করেছি।
অভ্যর্থনার সকল বর্নিল আয়োজন নতুন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরন করে নেয়ার জন্য।
পরে অত্র কলেজের শিক্ষার্থী শতাব্দী হালদার এর নেতৃত্বে দলগত ভাবে কলেজ প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল হোসেনকে নিয়ে গান পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন।