ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত।

দেশ চ্যানেল
February 11, 2025 8:24 am
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

শুরু থেকেই সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এখনো এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রæপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জীবনজীবিকা নির্বাহ করছেন। যমুনা গ্রæপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে। যে কারণে যুগান্তর শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠে।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে।

১১ ফেব্রæয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।

মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, থানার সেকেন্ড অফিসার এস আই সাহানুর, পৌর বিএনপির সেক্রেটারি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ সভাপতি হাজী মাসুকুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক, ছাত্র সমন্বয়ক এসদাদুল হক মিলন, সাবেক সভাপতি শংকর পাল সুমন, ক্লাবের সহ সভাপতি আবুল খায়ের, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, আব্দুল হাফিজ ভুইয়া,যুবদল নেতা জনি পাঠান,সুহেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST