ঢাকাFriday , 9 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ।

দেশ চ্যানেল
January 9, 2026 10:26 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গা ডোবা গ্রামের অসহায় আব্দুল লতিফ মানবিক টিমের সহযোগিতায় একটি নতুন ঘর পেয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘরটি আব্দুল লতিফের কাছে হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মোস্তফা সোহেল, সাংবাদিক রুবেল মিয়া এবং মানবিক টিমের সদস্য সাঈদ বোরহানউদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মাহাদি হাসান, হৃদয় আহমেদ, মোঃ মামুন মিয়া, মোহাম্মদ মান্নান মিয়া, আব্দুল করিম ও মোহাম্মদ বরজু মিয়া।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে আব্দুল লতিফের অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় মানবিক টিমের উদ্যোগে তার জন্য এই নতুন ঘর নির্মাণ করা হয়।

দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবার স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন এবং মানবিক টিমসহ সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, মানবিক টিমের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST