মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :-ইমাদাদুল ইসলাম
মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেনের স্ব-উদ্যোগে একদিনব্যাপী ল্যাপটপ ও আইসিটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম। তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা শিশুদের ডিজিটাল দক্ষতা বিকাশে সহায়ক। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাউস ও কীবোর্ডের মতো মৌলিক হার্ডওয়্যার ব্যবহার, ফাইল দেখা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রাথমিক ধারণা পায়।
বর্তমান সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত আধুনিকায়নের কাজ করে যাচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও দক্ষ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।