সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরির্ষ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সাইফুল হক মির্জা, পরিচালনা পরির্ষদ এর সদস্য মোঃ গিয়াসউদ্দিন, হাজী ফিরোজ মিয়া, মোঃ হেলাল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, কাউন্সিলর বাবুল হোসেন, সমাক সেবক কবির হোসেন চৌধুরী। শিক্ষক মোঃ সালাউদ্দিনের সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আঃ কুদ্দুস, শিক্ষক মোঃ জুনায়েদ লস্কর প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।