মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ মাধবপুরে, মাধবপুর বাজার ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাধবপুর উপজেলা আধুনিক স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন, মোবারক হোসেন ও আফজাল কমিশনার, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, পেটি অফিসার ফখরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭৫ জন। এর মধ্যে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সদস্যদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহের প্রতিফলন।
এ নির্বাচনে মোট ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ রাসেল মিয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন রহমত আলী, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ বিল্লাল মিয়া, মোহাম্মদ কামাল মিয়া ও সুমন পোদ্দার।
এছাড়া সভাপতি পদে আবুল কাশেম চৌধুরী এবং অর্থ সম্পাদক পদে নুকুল রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন প্রিজাইডিং অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহী, উপজেলা সমবায় অফিসার, মাধবপুর।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

