মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ মানবকল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মামুন হাসানের উদ্যােগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নের হর্ণী গ্রামে অর্ধশতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মানবকল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মামুন হাসান নিজের হাতে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় তিনি বলেন, মানব সেবা সংগঠন মানুষের কল্যাণে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে সংগঠনের পক্ষে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, গ্রামের অসহায়, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমি সেবার মাঝে পরম তৃপ্তি পাই, সম্পূর্ণ নিজস্ব সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সমাজের বৃত্তবানদের উদ্দ্যেশে বলেন, আসুন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
সংগঠনের আয়োজনে শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০টায় পুর্বহর্ণী সামছুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি কবির হোসেন রাজুর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলানিয়া ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, গোয়ালভাওর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খালেক, উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সংগঠনের সহ-সভাপতি আরিফ হোসেন মোল্লা, শিক্ষক মাওলানা আমজাদ হোসেন, সংগঠনের দপ্তর সম্পাদক মুরাদ খান মুহিদ, খলিলুর রহমান, বালিয়া যুব কল্যান সংস্থার সভাপতি মিরাজ হোসেন রুবেল, মিল্লাত জমদ্দার, মাইদুল ইসলাম ও মোঃ আলী খান প্রমুখ।
উল্লেখ্য মেহেন্দিগঞ্জ মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উত্তর উলানিয়ার ৯ টি ওয়ার্ডের অসহায়,গবীর শীতার্তদের মাঝে কম্বর বিতরনের অংশ হিসাবে আজ ৬ নং হর্নি ওয়ার্ডের কম্বল বিতরনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।