মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হুমাযুন কবির। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান।
শনিবার সন্ধ্যায় (৭ডিসেম্বর) সংগঠনের রাজাপট্টিস্থ অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে একসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় মহাসচিব মোঃ সাইফুল ইসলাম।
১০১সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই আলিমুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সি এন্ড এফ ব্যবসায়ী আব্দুল মোতালেব, মোঃ মোসলেম আলী। এসময় সংগঠনের বিদায়ী ও বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের মানবাধিকার বিষয়ক নানা বিষয়ে বিস্তারিত আলোচনায় বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে আসে। বক্তারা এ অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী- পুরুষ তথা, ধর্ম, বর্ণ ,গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে, নবগঠিত কমিটির নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ সকলে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট ঝিকরগাছা শাখার কার্যক্রম আরও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।