নজরুল ইসলাম:
গরীব, দু:খী, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ২য় বারের মতো পবিত্র রমাদান মাসে বাহারী সুস্বাদু খাবার সমারোহে মাসব্যাপী নানা আয়োজনে ইফতারের ইফতার সামগ্রী বিতরন করছে সিরাজগঞ্জের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় স্বপ্ন গ্রুপ।
ফেসবুক বন্ধুদের অর্থায়নে মানব সেবায় স্বপ্ন গ্রুপের
প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত ও ডিএসবি’র পুলিশ সদস্য শামিম রেজা’র উদ্যোগে
ফেসবুক বন্ধু ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায়
এই আয়োজনটি করা হয়।
মানবতার ফেরিওয়ালা শামিম রেজা বলেন, প্রতিদিন ১০/১৫ জন একঝাঁক তরুন ম্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে
বিকেল ৫টা থেকে প্রায় ২০০ থেকে ২৩০ জনের খাবারের আয়োজন করে থাকি। গত বছর আমরা খুব সুন্দরভাবে ইফতারের আয়োজন শেষ করতে পেরেছি। আশা করছি এ বছরেও ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খিদের সহযোগিতায় সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তিনি আরো জানান, গত বছর ন্যায় রমাদান মাসে প্রতিদিন শহরের বাজার স্টেশন এলাকায়
পথচারী, সমাজের অসহায়, গরীব, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আপেল, আঙ্গুর, কমলা, ছোলা, বুন্দিয়া, পিয়াজু, নিমকি, মুড়ি, খিচুরী, মাংস, খেজুর, শসা পানিসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হচ্ছে। ধীরে ধীরে বিতরনের পরিমান ও খাদ্য সামগ্রী আরো বৃদ্ধি করা হবে ( ইনশাল্লাহ)। আমরা আপাতত দুই ক্যাটাগরিতে ইফতারের আয়োজন করে আসছি। খিচুরীর সঙ্গে মুরগীর গোস্ত, পিয়াজু, ছোলা, শসা ও পানি অপরদিকে আপেল, আঙ্গুর, কমলা, ছোলা, বুন্দিয়া, পিয়াজু, নিমকি, মুড়ি, পানি।
বাজার এলাকার ভিক্ষুক বুলবুলি বলেন, এই সংস্থাটি আমাদের জন্য অনেক উপকার করে থাকে। রমজান আসলেই তাদের কাজ বেড়ে যায়। তারা অনেকেই বিনা পরিশ্রমে কাজ করে থাকে। আমরা তাদের কাজকর্মে অনেক খুশি।
এছাড়া রমজান মাসের মধ্যেই স্টেশন চত্বর এলাকায় এক প্রবাসী ফেসবুক বন্ধুর সহযোগিতায় একটি প্রেসাবখানা তৈরী করে দেয়া হবে বলে জানান এই মানবিক নেতা শামীম রেজা।