মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকচাপায় কাউসার হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকাল ৯ টার দিকে সদর উপজেলাধীন জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যায় ওই পরীক্ষার্থী।
নিহত কাউসার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে ।সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
জানা যায়, এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে কাউসার। আজকে কৃষি ব্যবহারিক পরীক্ষা ছিলো। সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় মহাসড়কের জাগীর এলাকায় ট্রাকচাপায় মারা যায় কাউসার।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
এদিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক ট্রাক ড্রাইভারের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                