মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ড্রাম ট্রাক ও সিএনজ’র মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত ও আহত হয়েছে আরো দুই জন।
সোমবার (৮ই জানুয়ারি) সকাল ১০ টার দিকে বেতিলা-মিতরা ইউনিয়নের ‘আউট পাড়া ’এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার বরুন্ডি গ্রামের শাহিন, ঢাকার বিক্রমপুর এলাকার জসিম তালুকদার ও তার নাতি তাসিন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “সদর উপজেলার বালিরটেক থেকে সিএনজিটি মানিকগঞ্জ আসছিলো। সকাল ১০ টার দিকে বেতিলা-মিতরা ইউনিয়নের আউট পাড়া এলাকায় একটি ইট বোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজিটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জসিম তালুকদার ও তার নাতি মারা যান। বাকি দু-জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সিএনজি ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                