মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে ডায়াবেটিক সমিতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে আজীবন সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আজীবন সদস্য হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন শামসুর রহমান দোলন চাপা, রফিকুল ইসলাম, ফারুক হোসেন লিটন, মোঃ সেলিম, মিজান বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন— কিছু কর্মকর্তা সিন্ডিকেট গঠন করে প্রশাসনিক স্বার্থসিদ্ধি করছে। হাসপাতালের আয়-ব্যয়ের হিসাব কারচুপি, জরুরি বিভাগের ক্যাশ থেকে টাকা চুরি, হাসপাতালের ফার্মেসি, খাবারের ক্যান্টিন ও গ্যারেজের সরকারি চুক্তির মেয়াদ শেষ হলেও তা নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা করা হচ্ছে। এতে করে হাসপাতালের সেবার মানে নেমে এসেছে ধস। বর্তমানে খাবার ক্যান্টিন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা এডহক কমিটি ভেঙে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন ও সংশ্লিষ্ট দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।