ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বিজয় দিবসের গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ; নিহত এক

দেশ চ্যানেল
December 16, 2023 12:25 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় মো. আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক বেলুন বিক্রেতা মারা গেছেন এবং আহত হয়েছেন দুই জন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানির জায়গায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন ।

নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ১৬ ডিসেম্বর শনিবার ভোর চারটার দিকে বেলুন ফুলানোর সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বেলুন বিক্রেতা আনোয়ার হোসেনের একটি পা’ বিছিন্ন হয়ে যায়।প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি ।

আহত কবির জানান, বিজয় দিবস উপলক্ষে তাদের ৬০০ বেলুন ফুলানোর কথা ছিল। এরমধ্যে ২০০ বেলুন ফুলানোর পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় তারা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতের মরদেহ বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা আছে । এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST