মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজনে মহান বদর দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত।
বৃহস্পতিবার ২৮(মার্চ) বাদে জোহর থেকে মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কুরআন, খতমে খাজেগান, হামদ্ এবং মহান বদর দিবস এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান এম কে আযাদ, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সাময়উন ফরাজী সামু, বাঙালি নাগরিক পরিষদের নেতা মোঃ মোকতাদের হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকতার হোসেন ভূঁইয়া, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডাক্তার মোঃ মহিউদ্দিন, মোঃ রমজান আলী , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা প্রমুখ।
কাউছার হামিদ রুকন এর সার্বিক পরিচালনায়
আহলে সুন্নাত ওয়াল জামাআত মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় মহান বদর দিবস সম্পর্কে গুরত্বপূর্ণ আলোচনা করেন মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি জনাব মাওলানা মোঃ মোহাম্মদ বেলাল উদ্দিন(সুপার), মহামুনি বাজার জামে মসজিদের খতিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি জসিম উদ্দিন খান, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির, মাওলানা মোঃ বাহা উদ্দিন খলিফা পীর সাহেব জৌনপুরী সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
পরিশেষে উক্ত সভার সভাপতি জনাব মাওলানা মোঃ বেলান উদ্দিন বিশেষ দোয়া মোনাজাত করেন এবং উক্ত সভা বাস্তবায়নে সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন কোম্পানি, প্রচার সম্পাদক মোঃ শাহজালাল, মোঃ মনির হোসেন মেইকারসহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।