মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা
প্রতিনিধিঃখাগড়াছড়ির মানিকছড়িতে ৫০ কার্টুন বিদেশি সিগারেট ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ (দুই) জন আসামী গ্রেফতার মানিকছড়ি থানা পুলিশ
শনিবার(২১-অক্টোবর) মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এস আই মোঃ আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ অত্র থানা এলাকায় রাত্রীকালিন ১০.৪৫মিনিটে মোবাইল-৭ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেক পোস্ট স্হাপন করে ৫০ কাটুন বিদেশি সিগারেট ও ট্রাকসহ দুইজনকে আটক করে।
আটকৃত আসামী মোঃ রবিউল শেখ (৩৬) নীলফামারি,পিতা জলফু শেখ, আব্দুল্লাহ আল রুবেল মিয়া (৩২), গোপালগঞ্জ পিতা সিকদার আলি।
তাদের কাজ থেকে ৫০ কার্টুন বিদেশি সিগারেট এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি হলুদ ও নীল মিশ্র রংয়ের ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-অ ১৪-২৪৯১ গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।