হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাটজেলা
বাগেরহাটের মোংলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন মৎস্যজীবী নারীরা। মৎস্যজীবী নারীদের মান উন্নয়ন ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাদাবন সংঘ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকার ১১টার দিকে মোংলা অফিসাস ক্লাবে এ মতবিনিময় আয়োজন করে ।
এই মতবিনিময় সভায় অর্ধশতাধিক মৎস্যজীবী নারী তাদেরকে নিয়ে বৈষম্য ও অবহেলার কথা তুলে ধরে বলেন,আমাদের জেলে সহায়তার চাল দেয়া হয় না। সরকারিভাবেও দেয়া হয় না কোন প্রকার প্রশিক্ষণ। তাই অবহেলিত এবং পিছিয়ে আছে এই জনগোষ্ঠী। তাদের সন্তানদেরকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানের দাবি জানান আগত মৎস্যজীবী নারীরা ।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা,উপজেলা সমবায় অফিসার জুবাইর হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন,আলী আজিম,বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই, মেহেদী হাসান, কামরুন্নাহার প্রমুখ।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                