মো আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড়ের ভজনপুরে মাহিন্দ্রা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভজনপুর ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাহিন্দ্রা ট্রাক্টরের রংপুর বিভাগের জোনাল ম্যানেজার মাহফুজার রহমান, ঠাকুরগাঁওয়ের রিজিওনাল ম্যানেজার এরশাদুল আলম, সার্ভিস হেড কাজী ইমরান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রিন্সিপাল আবু আল ইমরান, সার্ভিস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী প্রমুখ।
ফ্রি ক্যাম্পে ট্রাক্টরের পার্টসের উপর ৮% এবং মোবিলের উপর ৩% ডিসকাউন্ট প্রদান করা হয়।