ঢাকাSunday , 7 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মুলাদী নাজিরপুর আড়িয়াল খা নদীর উপর ব্রিজ উদ্বোধনের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় অনুষ্ঠান পন্ড।

দেশ চ্যানেল
December 7, 2025 10:01 am
Link Copied!

রাসেল কবির// বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর উপর ব্রিজ উদ্বোধন ৭/১২/২৫ সময় ক্ষুব্ধ জনতা মঞ্চ ও নাম ফলক ভাঙচুর সহ তাণ্ডব চালায়।

আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতেই ওই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে অতিথিরা চলে যান।

স্থানীয়রা বলেন, ‘সৌহার্দ্য সেতু’ নামে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেই নাম পরিবর্তন করে উদ্বোধনের দিন ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করায় বিক্ষুব্ধ জনতা মঞ্চ, চেয়ার-টেবিল ও নেইম ফলক ভাঙচুর করে। এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপনকারীকে দাওয়াত না দেয়া ও সেতুর পাশে যাদের জায়গা নেয়া হয়েছে তাদের জায়গার ক্ষতিপূরণ না দেয়ায় জনগণ বিক্ষুব্ধ হয়েছিল।

মুলাদী থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক মো: মাসুদ বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

এর আগে, বরিশালের মুলাদী উপজেলার সাথে রাজধানীর যোগাযোগব্যবস্থা উন্নত করতে ২০১৪ সালের ২৫ জানুয়ারী উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে ‘সৌহার্দ্য সেতু’ (নাজিরপুর-রামারপোল আড়িয়াল খাঁ নদীর উপর ৪৩২ মিটার সংযোগ সেতু) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ, অর্থমন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মো: ইমদাদুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST