ঢাকাSunday , 15 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা।

    দেশ চ্যানেল
    October 15, 2023 4:33 am
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।
    মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানিক দলের সদস্যরা।

    শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তেঁতুলিয়া নদীর মোস্তফা বাজার এলাকায় এ হানলার গঠনা ঘটে।

    হামলায় মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন দেশ চ্যানেলকে জানান, বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় নদীতে মাছ শিকাররত জেলেদের ধাওয়া করে তিনটি ইঞ্জিনচালিতসহ পাঁচটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এর পরপরই দেড় থেকে দুইশত নারী পুরুষ এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুইটি ইঞ্জিনচালিত ট্রলার ছিনিয়ে নেয়। আর নৌকা দুটিকে রক্ষা করতে গেলে তিন মাঝিকে পিটিয়েছে হামলাকারীরা।

    এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ দেশ চ্যানেলকে জানান, হামলার পর একটি ইঞ্জিনচালিতসহ তিনটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। হামলায় কেউ গুরুতর আহত হয়নি।তবে যারা সামান্য আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    তিনি আরো বলেন, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হবে। আর নৌকা তিনটি নিলামে বিক্রি করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST