মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চরগোপালপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সহযোগী শিক্ষা শিবির অনুষ্ঠিত।
আজ ৪জানুয়ারী শনিবার সকালে লেঙ্গুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। চরগোপালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা এনায়েত হোসেন নাসিম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুজ জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বরিশাল জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান ও নুরুল হক সোহরাব, বরিশাল সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সফিউল্লাহ তালুকদার, এছাড়াও বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলার আমীর মাওলানা শহীদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন আহমেদ, সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ, আলিমাবাদ ইউনিয়নের সভাপতি মাষ্টার শাহাদাত হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সহ ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দুনিয়ার মানুষের মুক্তি আল্লাহর আইন ব্যতিত সম্ভব নয়। ইসলাম কায়েম হলে শুধু মুসলিমরাই নয় অমুসলিমরাও শান্তিতে বসবাস করতে পারবে।
নেতৃবৃন্দ মুক্ত পরিবেশে দ্বীনের প্রচার করার সুযোগ করে দেয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।