ঢাকাFriday , 6 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে ঝুঁকিপূর্ন বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার।

দেশ চ্যানেল
October 6, 2023 1:20 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের কোলচর গ্রামের মাত্র ৭০ফুট ব্রিজের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হন শিক্ষার্থীসহ ইউনিয়নের শতশত মানুষ।

দেশ চ্যানেলের অনুসন্ধানে দেখা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে এ নদী। যা এখন মরা খালে পরিনত হয়েছে। খালের পাড়েই রয়েছে ৩নং ওয়ার্ড। এখানে রয়েছে মুজিব শতবর্ষের ঘর, শান্তিরহাট বাজার, দরবেশকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী গোডাউন ও কোলচর ফোরকানিয়া মাদ্রাসা। প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে কোলচর খালের উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়। ঝুকিপূর্ন এই সাঁকো দিয়ে পার হয়ে বিদ্যালয়ে যেতে চায় না অনেক শিক্ষার্থী। এছাড়া প্রায়ই শিক্ষার্থী ও পথচারীরা সাঁকো থেকে পড়ে আহত হচ্ছে।

দরবেশকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা নাকিব বলেন, সাঁকোর অপর পাড়ে রয়েছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এখানে একটি ব্রিজ হলে শিক্ষার্থীর সংখ্যা যেমন বৃদ্ধি পেতো, তেমনি টিফিনের সময় তারা বাড়ি থেকে সহজে খেয়ে আসতে পারতো। অনেক শিশু ছাত্র বড়দের হাত ধরে পার হওয়ার আশায় সাকোঁর কাছে দাড়িয়ে থাকে। চরএককরিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ হানিফ ফকিরসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা আমাদের বারবার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি।

এলাকাবাসী চায় সাঁকোর স্থলে একটি পুল তৈরি হলে তারা আরো উপকৃত হবে। শঙ্কামুক্ত হবে শিশু-কিশোর শিক্ষার্থী সন্তানের পারাপার। এজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST