মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মশিউর রহমান সহ অতিথিবৃন্দ ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
গতকাল ১৩জানুয়ারি (সোমবার) সকাল ১১ টায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্নের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সৈয়দ জসিম উদ্দিনের সঞ্চালনয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনিক সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন দীপেন।
এতে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিহাব আহমেদ সেলিম, আসাদুজ্জামান মুক্তা, রিয়াজ উদ্দীন চৌধুরী দিনু, রেজাউল করিম খান, মাহাবুব তালুকদার, রুহুল আমিন, আমিরুল ইসলাম, সুনীল পাল, মোয়াজ্জেম বাঘা সহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।