মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
কবি আসাদ চৌধুরী চারনের মতো সারাদেশ ঘুরে বেড়িয়েছেন,মুক্তিযুদ্ব ও অসাম্প্রদায়িকতার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন বলে জানিয়েছেন বিশিষ্টজনরা।বাংলা কবিতার অতি আপনজন আসাদ চৌধুরী বাংলাদেশে উর্দু কবিতাচর্চার ইতিহাসেও স্মরনীয় হয়ে থাকবেন বলে জানান তারা।
গতকাল (১৪অক্টোবর) সন্ধ্যা ৭টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কবি আসাদ চৌধুরীর স্মরনে এ স্মরনসভা আয়োজন করা হয়। উক্ত স্মরনসভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল বারী খোকন।
স্মরনসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক উম্মে আনোয়ার সাবেরা সুলতানা (লুনা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের প্রভাষক আশ্রাফুল ইসলাম ও শিক্ষক আক্তার হোসেন খোকন।
এদিকে স্মরনসভায় কবি আসাদ চৌধুরী স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আঃ রাজ্জাক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সামীম খাঁন, নির্বাহী সদস্য সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাবের সদস্য মোঃ ইব্রাহিম বকশী ও কবির হোসেন। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন।
এসময় স্মরনসভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ তুহিন হোসেন হানিফ, সদস্য মোঃ স্বপন হাওলাদার, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত ও সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী।
পরিশেষে কবি আসাদ চৌধুরীর রুহেুর মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাফেজ মোঃ আনিছুর রহমান।