মুন্না ইসলাম স্টাফ রিপোর্টার রাজশাহী:
প্রতিবছরের ন্যায় এবারেও রাজশাহীর দুর্গাপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে তরুণ যুবকদের নিয়ে গঠিত মোহাম্মদপুর যুব উদ্যোক্তা গ্রাম পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ৩০ শে মার্চ ২০২৫ রোজ রবিবার দুপুর থেকেই এই মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইফতারে ৩৫০ থেকে ৪০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মাহফিলে তরুণ সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত ছিলেন।
মোহাম্মদপুর যুব গ্রাম উদ্যোক্তা পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন আমরা প্রতিবছর আমাদের গ্রামের সকলকে নিয়ে সকলের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করি।
এবারেও আমরা প্রায় ৪০০ লোকের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করি।
সংগঠনের সাধারণ সম্পাদক মিলন রহমান বলেন আমাদের এই সংগঠনে গ্রামের সকল মানুষ তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করে থাকেন সকলে সহায়তা দিয়ে আমাদের পাশে থাকেন।
সংগঠনের অন্যতম সদস্য সোহাগরানা বলেন প্রতিবছরই আমরা এরকম উদ্যোগ গ্রহণ করে থাকি প্রতিবছরই হবে ইনশাল্লাহ।
আরেক সদস্য জাকারিয়া সুমনের সঙ্গে কথা বললে তিনি বলেন আমাদের এই ইফতার মাহফিল খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের অন্যতম সদস্য দুর্গাপুর সাংবাদিক সমাজের সাংগঠনিক সম্পাদক দেশ চ্যানেলের রাজশাহী স্টাফ রিপোর্টার মুন্না ইসলাম আগুন বলেন তরুণ যুবকরা মাদক ছেড়ে এরকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা সত্যিই অনেক গর্বের বিষয়। আমরা চাই সমাজে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করে তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে ।
অনুষ্ঠানটি শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয় এবং সকলে অংশগ্রহণ করে একত্রে ইফতার করেন।