যশোর প্রতিনিধি :
আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ৮টায় যশোর সদর রেলগেট এলাকায় মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যশোর জেলা শাখার আয়োজনে ট্রেড ইউনিয়ন কার্যকরী নির্বাহী কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মোঃ মশিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ হাবিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, সহসভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা। অধ্যাপক নুরুল আমিন, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখা এবং আশিকুল্লাহ, ট্রেড ইউনিয়ন সম্পাদক যশোর জেলা।
আরো উপস্থিত ছিলেন, জেলা সহ সাধারন সম্পাদক, মো: সাইফুর রহমান, কোষাধ্যক্ষ মো: রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মনিরুজ্জামান।
কর্মশালার সভাপতিত্ব করেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক খান।
যশোর জেলা ফেডারেশনের আওতায় ২২টি ট্রেড ইউনিয়ন ও ২টি প্রস্তাবিত ট্রেড ইউনিয়নসহ রিকশা ভ্যান,ইমারত নির্মাণ, দোকান কর্মচারী , কাঠ ফার্নিচার, পেইন্টার,হ্যান্ডলিং, দর্জি , কৃষিজিবী, ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ করেন।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। তারা আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
এছাড়া পরিবহন, কৃষিজীবী সহ বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থরক্ষায় ট্রেড ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।