ঢাকাSaturday , 16 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রাজশাহীতে আমের মুকুল কম আশায় লোকসানের আশা কৃষকের 

    দেশ চ্যানেল
    March 16, 2024 6:54 am
    Link Copied!

    মুন্না ইসলাম ( রাজশাহী)

    ফাল্গুন মাসে রাজশাহীর পথে-প্রান্তরে পাওয়া যাচ্ছে আমের মুকুলের সুঘ্রাণ। মুকুলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছ। কৃষি বিভাগের তথ্য বলছে, এবার রাজশাহী জেলায় প্রায় ৮০০ হেক্টর জমিতে বেড়েছে আমের চাষ।

    আর গতবারের চেয়ে এবার আমের মুকুল কম এসেছে বলে জানাচ্ছেন চাষিরা। তাই ফলনও কম পাওয়ার আশা করছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে রাজশাহীতে মোট আমের আবাদ হয়েছে ২০হাজার ১২০হেক্টর জমিতে। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে ১৫দশমিক ৫০মেট্রিক টন। সম্ভাব্য মোট উৎপাদন হয়েছে ২ লাখ ৪০ হাজার ২০ দশমিক ৭৫ মেট্রিক টন আম, যার বিক্রয় মূল্য ছিল প্রায় ১০০কোটি ৫০ লাখ ৩০ হাজার ৫০০ টাকা।

     

    অন্যদিকে, ২০২০-২১ মৌসুমে মোট আবাদ হয়েছে ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। হেক্টর প্রতি গড় ফলন হয়েছে ১২ দশমিক ১০১ মেট্রিক টন। সম্ভাব্য মোট উৎপাদন হয়েছে ২ লাখ ১৭ হাজার ১২৮ দশমিক ২৪ মেট্রিক টন আম। রাজশাহী জেলাজুড়ে আম বিক্রি হয়েছে প্রায় ৮৬ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার।

    আর এই আম রাজশাহী থেকে দেশের বিভিন্ন স্থানে সহ দেশে বিদেশে রপ্তানি করা হচ্ছে ।

    আম চাষি ইমন আহমেদ বলেন আমার প্রায় ১০ বিঘা জমিতে আমের বাগান আছে । এবার কীটনাশকের দাম বেশি কিন্তু আমের মুকুল কম এসেছে যার ফলে আমের ফলন কম হবে ।

    উপজেলা কৃষি কর্মকর্তা বলেন , আমরা কৃষক দের পাশে থেকে তাদের পরামর্শ দিচ্ছি । এবং সঠিক সময়ে কীটনাশক ও সেচ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST