স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়নের দমদমা গ্রামে এক প্রতিবন্ধী শিশুকে কয়েকদিন যাবত ধর্ষণের অভিযোগ উঠেছে।
জানাগেছে ঐ শিশুর নাম মোছাঃ বৃষ্টি খাতুন ( ২০) পিতা : আব্দুল মমিন। সে শারীরিক প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না ।
অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মৃত সেরাজ মোল্লার ছেলে আজিজুল ইসলাম ( ৪৫) সে সম্পর্কে মেয়ে বড় আব্বা ।
বৃষ্টি খাতুন ও তার পরিবারের তথ্য অনুযায়ী গত মাসের ২২ তারিখের পর থেকে প্রায় ৫থেকে ৬ তাকে জোর করে হাত ও মুখ বেধে ধর্ষণ করা হয় । শিশু টি নিষেধ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত আজিজুল।
প্রতিবন্ধী বৃষ্টি খাতুন তার পরিবার কে এই ঘটনা সম্পর্কে বললে তারা চমকে যান । পরবর্তীতে এলাকায় জানাজানি হলে অভিযুক্ত আজিজুল ইসলামের চাচাতো ভাই এলাকার প্রভাবশালী বিএনপি নেতা তৌহিদুল ইসলাম মাস্টার বিষয় টা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ।
তিনি গোপনে ১লক্ষ্য ২৫ হাজার টাকা ঘটনা কি ধামাচাপা দেয়ার চেষ্টা করে পরে বাদী না মানলে তাদের হত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেবে বলে হুমকি দেয়।
পরবর্তী তে বাদী ও তার পরিবারের সদস্যরা পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন । এখবর পেয়ে পুঠিয়া থানায় ছুটে যান কথিত বিএনপি নেতা তৌহিদুল ও তার ক্যাডার বাহিনী। তাদের থানার ভিতর হুমকি দেয়।পরবর্তী তে তারা বিভিন্ন লোকের মাধ্যমে থানা থেকে বের হয়ে যান ।
মামলা হয়েছে শুনে আজিজুল ও তোহিদুল মাস্টার ক্ষীপ্ত হয়ে বাদীর চাচার ঘর বাড়িতে ভাঙচুর করেন । এমন ঘটনায় এলাকায় ভয়-ভীতি পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কবির হোসেন বলেন আমি ধর্ষণের বিষয়ে শুনেছি এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।”
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

