মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো মোহাব্বত আলী (২১) ও সাইদ সারোয়ার চাঁদ (২০)। নিহত মোহাব্বত উপজেলার তেঁতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে ও চাঁদ একই গ্রামের মো. জেকের মিস্ত্রীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর থেকে বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয় এমপি সাফারি নামের বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুঠিয়া থানা পুলিশ কে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।