রামপাল সংবাদদাতা, বাগেরহাট।।
রামপালে বৈধভাবে কেনা একখ- জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছেন এক যুবক। রোববার সকালে প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার আদাঘাট গ্রামের আকবর আলীর ছেলে ভুক্তভোগী আলী শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আদাঘাট গ্রামের জুলফিকার আলীর কাছ থেকে জমিটি কেনেন। আদাঘাট জেএল ৩৫ নং মৌজার ৭৫০ নাং খতিয়ানের ২৪৩৭ দাগের মধ্যে ২.৫ শতাংশ। জমি কেনার পর নামপত্তন, দাখিলা ও খাজনা পরিষোধ করেন তিনি। ওই জমির মধ্যে থাকা আংশিক জমি অপর শরিক একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ইউসুফ শেখ কিনে সম্পূর্ণ জমি দখলে নেয়ার চেষ্টা করছেন। কোথাও কোন আবেদন -নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আলী শেখ। জমিতে গেলে মারপিট ও ভয়ভীতি দিয়ে হুমকি দিচ্ছেন প্রতিপক্ষ ইউসুফ ও তার লোকেরা।।