হারুন শেখ রামপাল বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে গৌরম্ভা ইউনিয়নে মালোপাড়া মন্দিরের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত তারা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি এলাকার কবির শেখের পুত্র রাব্বি (২০) ও অপরজন কুলটিয়া এলাকার মৃত ফারুক হোসেনের পুত্র সাকিব (১৭) । মঙ্গলবার (১৯ মার্চ) আনুমানিক বেলা ১০টা ৩০মিনিট এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শিতা জানান, একটি অটোভ্যান ও মটরসাইকেলের মধ্যে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে রাব্বির মৃত্যু হয় এবং অপর জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এএসআই সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। অবস্থায় খারাপ হওয়ায় তাদের কে খুলনা পাঠানো হয়। পথিমধ্যে রাব্বি নামক ব্যাক্তি মারা গেছে বলে জানতে পেরেছি।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                