ঢাকাSunday , 4 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালের কৈগর্দাসকাঠি খেয়াঘাট সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৪ মে) বিকাল ৫ টায় উপজেলার কৈগর্দাসকাটি গ্রামে এ মানববন্ধন করেছেন গ্রামবাসী। এ সময় দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজেদ ফকির, যুগ্ম সম্পাদক সাবজান ফকির, আ. হামিদ শেখ, মাজহারুল ইসলাম, তানিয়া বেগম, আলেয়া বেগম, নূর ইসলাম গাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং বালু ব্যবহার করা হচ্ছে। সড়কের দুই পাশে প্রয়োজনীয় পাইলিং না করেই কাজ সম্পন্ন করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে না। এ প্রতিবাদ করায় ঠিকাদার সোহেল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তারা। তারা দাবি করেন, রামপাল থানার ওসি আতিকুর রহমান এলাকাবাসীকে হুমকি দিয়েছেন এবং নারীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। এলাকাবাসী দ্রুত প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে কাজ সম্পন্ন করা এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। ঠিকাদারকে অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না।

অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, কিছু ব্যক্তি রাস্তার কাজে চাঁদা দাবি করায় তা বন্ধ হয়ে যায়। পরে আমরা গিয়ে পুনরায় কাজ শুরু করি এবং পরবর্তীতে কেউ যেন বাধা না দেয় সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করি। তিনি আরও জানান, চাঁদা দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST