হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের রামপাল উপজেলা স্কাউটস এর ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্কাউটসের খুলনা জেলা স্কাউটসের সহসভাপতি শেখ হায়দার আলী বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. আসাদুল কবির, বাগেরহাট জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতভাবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীকে সভাপতি, প্রধান শিক্ষাক তাপস পালকে কমিশনার ও মাওলানা আ. খালেক কে সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট রামপাল উপজেলা স্কাউটসের কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে সহসভাপতিরা হলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেন ও হায়দার আলী মোল্যা। যুগ্ম সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন প্রধান শিক্ষাক ইজাদুল হক।
গ্রুপ প্রধান সভাপতি সদস্যরা হলেন, পেড়িখালী পি,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হায়দার আলী, হাজী এনায়েতুল্লাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা আ. কাদের, প্রধান শিক্ষিকা শাহনেওয়াজ বেগম প্রমুখ।