ঢাকাSunday , 1 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রৌমারীতে দিগন্তজুড়ে রোপা আমন ফসলের চাষ। 

    দেশ চ্যানেল
    September 1, 2024 12:40 pm
    Link Copied!

    আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

    রৌমারীতে দিগন্তজুড়ে মাঠের পর মাঠ রোপা আমন ফসলের চাষ । অন্যান্য বছরের তুলনায় এবছর রৌমারীতে আষাঢ় মাসে আগাম বন্যা হয়ে যাওয়ায় শ্রাবন ভাদ্রে ফসলের জমি রোপা আমন চাষে উপযোগী হয়ে পড়ে। কৃষক আট-ঘাট বেঁধে জীবিকার তাগিদে রোপা আমন ধান চাষে ব্যস্ত হয়ে পড়ে। দফায় গুড়ি গুড়ি বৃষ্টি পরিবেশ প্রকৃতি পক্ষে থাকায় উচুনিচু সকল শ্রেণীর ফসলী জমি রোপাধান রোপনে পরিপুর্ণ করে ফেলে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের মাঠ যেন সবুজের সমারোহে বাতাসে দোল খাচ্ছে। মাঠ ভরা ফসল যেন আশার আলো জাগাচ্ছে। দেশের দক্ষিনাঞ্চল বন্যায় প্লাবিত হলেও দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের রৌমারী আগ্রাসী ভারতের পাহাঢ়ী ঢলের প্রকোপ থেকে এবার রক্ষা পেয়েছে। নতুন করে কোন প্রাকৃতিক দুযোর্গ না হলে এবার রৌমারীতে রোপা আমন ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষক।

    এব্যাপারে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কায়ুম বলেন, বিগত বছর গুলোর তুলনায় এবছর রৌমারীতে দ্বিতীয দফা বন্যা নাহওয়াতে কৃষক রোপা আমন ধান চাষে ব্যাতিব্যাস্ত হয়ে পড়ে। সরেজমিন সুত্রে কৃষি তথ্যমতে দেখাগেছে, এবছর রৌমারী উপজেলায় ৮ হাজার ৭০৫ হেক্টর জমিতে ব্রি-৭৫-৮৭, বিনা-১১, ব্রি-১০৩, এজেট ধানি গোল্ড,ব্রি হাইব্রিড ৪ ও ৬, ব্রি-৭১, প্রজাপতি, এছাড়া ৫১-৫২ নামের রোপা আমন ধান । এখন পর্যন্ত ফসলের মাঠ ভালো আছে, আবহাওয়া অনুকূলে থাকলে আমন ধানের ফলন ভালো হওয়ার আশা ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, রৌমারীতে কৃষকের বীজ সহায়তা হিসেবে বিনা মূলে কৃষকের মাঝে উন্নত জাতের ধান বীজ সরবরাহ করা হয়েছে। যাহা নির্ভেজাল ও উচ্চ ফলনশীল ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST