আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় শীতের তীব্রতায় মানবতার পাশে দাঁড়াই! আমরা সবার পাশে , বর্তমান শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চলের অসহায় মানুষদের জন্য উষ্ণতার ছোঁয়া অত্যন্ত প্রয়োজন। অনেকেই শীতবস্ত্রের অভাবে কঠিন সময় পার করছেন। আমরা এই শীতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করতে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নে ১৩ ডিসেম্বর(শনিবার)২০২৫ বিকাল ৩ টার দিকে ফুলকার চর হাই স্কুল মাঠে সবুজ আহমেদের নিজস্ব অর্থয়নে চরশৌলমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র এবং অস্বচ্ছল পরিবারের মাঝে এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ( রঞ্জু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খাঁন (হিরো), রৌমারী উপজেলা বিএনপি’র শ্রমিক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দাখিরুল ইসলাম রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শাহাজাদী ইয়াসমিন(শিল্পী), চরশৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ ছাত্তার প্রভাষক, চরশৌলমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাঃ নুরুল ইসলাম, সুজা আহাম্মেদসহ নেতা কর্মীবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
সবুজ আহমেদ বলেন আমি অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি আশা করি এই ছোট্ট সহায়তা তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে উজ্জীবিত করবে।
জমেলা খাতুন( ৫৫) বলেন আমি কম্বল পেয়ে খুশি, মাহানুরা বেগম( ৭০) বলেন আমি বয়স্ক মানুষ আমি কম্বল পেয়েছি শীতে আমার কষ্ট কম হবে এছাড়া আরও বলেন সবুজ ও সুজা দুই ভাই যেন প্রতি বছর কম্বল দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারে এটাই আল্লাহর কাছে আশা রাখি।

