ঢাকাSunday , 18 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে পাহাড়ি ঢলে বোরোধান প্লাবিত হওয়ায় কৃষকেরা দিশেহারা।

Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার শতাধিক বিলের শত শত একর উঠতি বোরো ধান পানিতে ডুবে যাওয়ায় হতাশায় এখন কৃষকরা। চলতি মৌসুমে জমির পাকা ও আধাপাকা ধান ক্ষেত দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকায় তা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, জিঞ্জিরাম নদের অববাহিকায় রৌমারী উপজেলার লাঠিয়াল ডাঙ্গা, কালাপানির বিল, বেকরিবিল, সীমান্তঘেঁষা আলগারচর দর্নির বিল, ডিসি সড়কের দুদিকের খালবিলসহ শতাধিক বিল তলিয়ে গেছে।

এই বিল গুলো বছরে মাত্র ৩ মাস শুকনো থাকে। সেখানে বছরে একটি মাত্র ফসল উৎপাদ করা হয় সেটি বোরো ধান। কিন্তু এ বছর কৃষকের মাথায় হাত। আবহাওয়া অনুকূলে না থাকায় অবিরাম বৃষ্টির ফলে তলিয়ে গেছে এসব বিলের ফসল। এ অবস্থায় দূরত্ব পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে কৃষকের সোনালী সপ্ন।

সীমান্তঘেষাঁ আলগারচর,খেওয়ার চর, হাওর অঞ্চলের ধান চাষি কৃষক রবিউল ইসলাম, লুৎফর রহমান, সাখাওয়াত হোসেন,লতিফ, আব্দুল আজী, বাবুল, মনজিল হোসেন, জালাল,আলী আহম্মেদ, বেকরিবিলের ছাত্তার, কুদ্দুস, লিচু, নাছির, আলগার চরের জলিল, রবিউল, আব্বাস আলী, মাহুবর, উত্তর আলগার চরের সামছুল, রহিমুদ্দিন জানান, বিলের যে ধান দিয়ে তাদের সংসার চলে, সেই ধান এবার সব নষ্ট হয়ে গেছে।

ক্ষতির কারন হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষতি হচ্ছে কৃষকদের। ক্ষতিগ্রস্তরা সরকারের নিকট ক্ষতিপূর্ণসহ পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন।

এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী জানান চলতি মৌসুমে ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের

চাষাবাদ হয়েছে। এবছর বোরো ধানের ফলনও ভালো কিন্ত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলের পানিতে সীমান্তঘেষা হাওর অঞ্চলে প্রবেশ করে ক্ষতি স্বাধিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST