আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে রৌমারী সদর ইউনিয়নের অসহায় দুঃস্থ, হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার) ২০২৫ সকাল ১০টার সময় রৌমারী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩ শত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অর্থায়নে উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আলাউদ্দিন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দীন, আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি”র আহবায়ক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
শীতের তীব্রতায় মানবতার পাশে দাঁড়াই! আমরা সবার পাশে, বর্তমান শীত মৌসুমে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চলের অসহায় মানুষদের জন্য উষ্ণতার ছোঁয়া অত্যন্ত প্রয়োজন। অনেকেই শীতবস্ত্রের অভাবে কঠিন সময় পার করছেন। এই কঠিন শীতের হাত থেকে মানুষের জীবন রক্ষার্থে সীতার্ত অসহায় গরীব মানুষের মাঝে কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে অসহায় জমেলা খাতুন( ৬৫) বলেন আমি কম্বল পেয়ে অনেক খুশি, আলেয়া বেগম( ৫৫) বলেন আমি বয়স্ক মানুষ কম্বল পেয়েছি শীতে আমার কষ্ট কম হবে। এছাড়া আম্বিয়া খাতুন (৫৮) বলেন প্রতি বছর সরকারি ভাবে কম্বল দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এটাই আল্লাহর কাছে আশা রাখি।

