ঢাকাThursday , 6 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে বিনামূল্যে ২০০ জন খামারিদের মাঝে মুরগি বিতরণ।

দেশ চ্যানেল
February 6, 2025 10:43 am
Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক ও জীবন মানউন্নয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নপ্রকল্প (ILDP)এর আওতায়’ কুড়িগ্রামের রৌমারীতে মুরগি পালন প্যাকেজের বন্দবেড়, রৌমারী ও যাদুর চর ইউনিয়নের ২০০জন সুফলভোগীদের মাঝে প্রত্যেক খামারিকে ১৫ টি করে মোরগ- মুরগি বিতরণ করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি, বৃহসপতিবার সকাল ১১ টায় রৌমারী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় ও বাইটকামারী সরকারি প্রাথমিকবিদ্যালয়ের সামনে ২৬০০ টি সোনালী জাতের মুরগি এবং ৪০০ টি মোরগ, ২০০ জন সুফল ভোগীকে সুবিধা দেওয়া হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তা টিকাদার মোঃ কামরুজ্জামান পাইকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (ILDP) ডা. নন্দ দুলাল টীকাদার। ও রৌমারী প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

এ সময় প্রকল্প পরিচালক টীকাদার মোঃ কামরুজ্জামান। বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, আয়, খাদ্য, পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে ৩০০০ হাজার সোনালী জাতের মোরগ-মুরগি বিতরণ করা হয়েছে।‘ এতে করে চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ডিম ও মাংস বিক্রি করে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে লাভবান হবে ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST