আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় (DXN) সার্ভিস সেন্টার এ-র শুভ উদ্ভোদন করা হয়েছে। ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার ৩টার দিকে রৌমারী সরকারি কলেজের পার্শ্বে সার্ভিস সেন্টার পয়েন্টে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, (DXN)কোম্পানির মার্কেটিং মাহফুজ হোসেন( ESSD), আরিফ হোসেন ( ESD), আজিজুল হাকিম ( SA ),
আরও উপস্থিত ছিলেন, রৌমারী গ্রান্ড ওপেনিং হাফ ডে সিসিওন। কম্পানির মার্কেটিং সার্ভিস পয়েন্ট সেন্টার এ-র স্টার এ্যাজেন্ট আছিয়া খাতুন , স্টার এ্যাজেন্ট ববিতা বেগম, আব্দুল খালেক, লিটন সরকার ও সাহার আলী, এসময় বক্তব্যে বলেন ডিএক্সএন মালয়েশিয়া ভিত্তিক একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। এটি দাতুক ড. লিম সিও জিন কর্তৃক ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। ডিএক্সএন বা লিংজি মাশরুম ধারণকারী ডায়েটারি সাপ্লিমেন্ট, উৎপাদন এবং ২৮৩ টি দেশে ব্যবসার করার সুযোগ পাবে বাজারজাত করে। ডিএক্সএনের পণ্যগুলি ইউরোপ ও এশিয়ার কিছু দেশে তার অনুমোদিত।
এই নতুন অফিসের মাধ্যমে রৌমারী ও রাজিবপুর চিলমারী আশপাশের এলাকার মানুষ ডিএক্স এন -এর খাঁটি পণ্য, বিশ্বস্ত বিজনেস ক্রয়ের সুযোগ ও স্বাস্থ্যসচেতন জীবনের পথ আরো কাছ থেকে জানতে পারবেন। এই অফিস হবে স্বপ্ন পূরণের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম,যেখান থেকে তৈরি হবে নতুন উদ্যোক্তা, নতুন নেতৃত্ব ও নতুন সাফল্যের গল্প।

