মোঃ আয়নাল হক রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের বন্ধুরচর নামক স্থানে ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেছে ইজলামারী বিওপি।
ভারতীয় মদ ৩৭ পিস মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয় জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি‘ ইজলামারী বিওপি সদস্যরা।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) টহলরত সদস্যরা হলেন, ৫৭৪৬৬- হাবিঃ আলীয়ার হোসেন, ৮৫৬৪৭ লেঃ নাঃ আউয়াল হোসেন, ৭০০৫৭- সিঃ নয়ন মিয়া, ৯৪৫২৫- সিঃ আমিনুল ইসলাম, ১০৬০৪০- সিঃ শিপন মিয়া।
টহল এর সার্বিক দিক নির্দেশনায় ২৫ আগস্ট ( সোমবার ) ২০২৫ আনুমানিক সময় ১৫:৫৫ ঘটিকায় রৌমারীর বন্ধুর চর সীমান্ত পিলার ১০৬৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্ধুর চর নামক স্থান হতে যাহার জিয়ার নম্বর – ৮৫৭২০৭ মানচিত্র ৭৮ ডি ১৪ /, ভারতীয় মদ ৩৭ পিস, যাহার আনুমানিক মূল্য প্রতি পিস ১৫০০ টাকা, মোট ৫৫ হাজার পাঁচশত টাকা। আটক কৃত অবৈধ মদ সোমবার জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনে জমা দেওয়া হয়।