ঢাকাSaturday , 2 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লাইম রোগে আক্রান্ত জাস্টিন টিম্বারলেক।

দেশ চ্যানেল
August 2, 2025 3:46 pm
Link Copied!

মোঃ সাইফুর রহমান শুভ বিনোদন প্রতিনিধি

বিশ্বখ্যাত মার্কিন পপস্টার জাস্টিন টিম্বারলেক সম্প্রতি জানিয়েছেন, তিনি লাইম ডিজিজ নামক একটি গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন। এটি মূলত এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা সাধারণত আক্রান্ত পোকা (বিশেষ করে টিক) কামড়ানোর মাধ্যমে ছড়ায়।

তিনি এই তথ্য প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তিনি বলেন—এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁকে “আক্ষরিক অর্থেই চমকে দিয়েছে”। যদিও তিনি কনসার্ট চলাকালে মাঝেমধ্যে অসুস্থতা অনুভব করতেন, তখন জানতেন না ঠিক কী সমস্যা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে জানা যায়, এটি লাইম ডিজিজ।

লাইম ডিজিজের ক্ষেত্রে শুরুতে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করলে বেশিরভাগ রোগী সেরে ওঠে। কিন্তু অনেক সময় এই রোগের প্রভাবে দীর্ঘদিন শরীর ব্যথা, দুর্বলতা ও অবসাদ লেগে থাকতে পারে।

৪৪ বছর বয়সী এই ‘Cry Me a River’ খ্যাত গায়ক জানান, তাঁর শরীরে রোগের লক্ষণ থাকলেও তিনি নিজের কনসার্ট ট্যুর চালিয়ে গিয়েছেন। তিনি চাইলে আগেভাগেই ট্যুর বাতিল করতে পারতেন, কিন্তু ভক্তদের ভালোবাসা ও মঞ্চের টান তাঁকে শক্তি দিয়েছে।

টিম্বারলেক বলেন,“যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন বা কাছের কাউকে আক্রান্ত হতে দেখেছেন, তাঁরা জানেন এটি কতটা কঠিন হতে পারে – মানসিক এবং শারীরিকভাবে।”

২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া তাঁর বিশ্বসংগীত সফর শেষ হয়েছে ২০২৫ সালের জুলাইয়ে, তুরস্কে। এই দীর্ঘ সফরের মাঝেই তিনি অসুস্থতার মধ্য দিয়ে পারফর্ম করে গেছেন।

টিম্বারলেক আরও জানান, তিনি চান সবাইকে এ বিষয়ে সচেতন করতে এবং নিজের সংগ্রামের দিকটি খোলাখুলিভাবে জানাতে, যাতে কেউ ভুল ধারণা না পায় বা তাঁর আচরণকে অন্যভাবে না দেখে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে টিম্বারলেকের বিরুদ্ধে মাদক গ্রহণ করে গাড়ি চালানো এবং ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছিল, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই ঘটনার মূল বার্তা:

লাইম ডিজিজ একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা সচেতন না থাকলে যেকোনো মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে—even একজন তারকাকেও। টিম্বারলেকের এই সাহসিকতা ও খোলামেলা স্বীকারোক্তি রোগের বিরুদ্ধে সচেতনতা গড়তে সাহায্য করবে বলে আশা করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST