লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“শুধু নেতা নয়,নীতির পরিবর্তন চাই” এই স্লোগান কে সামনে রেখে ১৯ মার্চ বুধবার কালাউক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কাজল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সামছুল আলম সাজু ও মোহাম্মদ আলা উদ্দিন।
গণ ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ও লাখাই উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।