লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে এতিমদের মাঝে পথশিশু নিকেতন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৫ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার সন্তোষপুর গ্রামের ২০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।পথশিশু নিকেতন ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি শাহ নাজিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার ও জেবা আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পথশিশু নিকেতন ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক দিপক দেব, দুই টাকা শিক্ষা উপকরণ সম্পাদক শচীন চক্রবর্তী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।